ঝিনাইদহে ৬ উপজেলায় নির্বাচনি সরঞ্জামাদি বিতরণ

| আপডেট :  ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:২৩  | প্রকাশিত :  ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:২৩


ঝিনাইদহে ৬ উপজেলায় নির্বাচনি সরঞ্জামাদি বিতরণ

সারাদেশ

ঝিনাইদহ প্রতিনিধি


ঝিনাইদহের ৬টি উপজেলার ৫৮৫টি ভোট কেন্দ্রে নির্বাচনি বিভিন্ন ধরনের সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

৬ জানুয়ারি, শনিবার সকাল ১০টা থেকে শহরের সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এ সকল সরঞ্জামাদি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদরের ইউএনও রাজিয়া সুলতানা।

ঝিনাইদহ সদরের ১৭ ইউনিয়নের নির্বাচনি সরঞ্জামাদি ব্যালট বাক্স, সিল, অমোচনীয় কালিসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও জেলার ৫টি উপজেলার ৫০ ইউনিয়নে স্ব-স্ব উপজেলা থেকে একই সাথে একই নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহের ৪টি নির্বাচনি এলাকায় এবার ৫৮৫টি ভোট কেন্দ্রে আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । শুধু মাত্র ব্যালট আগামীকাল সকালে স্ব-স্ব ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে ।

বিবার্তা/রায়হান/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত