টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

| আপডেট :  ০৭ আগস্ট ২০২১, ০৫:৫৭  | প্রকাশিত :  ০৭ আগস্ট ২০২১, ০৫:৫৭

টানা দ্বিতীয় ম্যাচে আবারও টস ভাগ্যে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মিরপুরে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। যা আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো অজিদের সিরিজ হারানোর গৌরব অর্জন করলো লাল-সবুজ বাহিনী।

আজ চতুর্থ ম্যাচ জিতলে সফরকারীদের হোয়াইটওয়াশ করানোর দিকে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। সেই লক্ষ্যে অপরিবর্তীত একাদশ নিয়েই মাঠে নেমেছে রিয়াদ বাহিনী।

অন্যদিকে, সিরিজ হারলেও আজকের ম্যাচ জিতে আত্মসম্মান বাঁচানোর চেষ্টা করবে অস্ট্রেলিয়া। সে জন্য দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে তারা। এক ম্যাচ পরই একাদশে ফিরেছেন পেসার অ্যান্ড্রু টাই এবং সিরিজে প্রথমবার খেলতে নামছেন লেগস্পিনার মিচেল সোয়েপসন। বিশ্রাম পেয়েছেন অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করা নাথান এলিস ও লেগস্পিনার অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ একাদশঃ মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, শামীম হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশঃ অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যান্ড্রু টাই, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিস্টিয়ান ও জশ হ্যাজলউড।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত