টাঙ্গাইলের তাঁতের শাড়ি

| আপডেট :  ২৯ মার্চ ২০২৪, ০২:১৮  | প্রকাশিত :  ২৯ মার্চ ২০২৪, ০২:১৮

টাঙ্গাইলের তাঁতের শাড়ি দেশের প্রাচীন বয়নশিল্পের এক অনন্য নিদর্শন। এই শাড়ি গরমের ঈদের বাজারে বিশেষ চাহিদা পাচ্ছে। পাথরাইল ইউনিয়নের তাঁতিবাড়িগুলো ব্যস্ত হয়ে উঠেছে শাড়ি তৈরিতে। মাঝারি মূল্যের শাড়ির চাহিদা বেশি। হাফ সিল্ক, মিক্স কটন, পিওর সিল্ক ও সুতি শাড়ি প্রধানত তৈরি হচ্ছে। জ্যাকার্ড তাঁত ও পাঞ্চ কার্ডের মাধ্যমে নকশা করা হচ্ছে। শাড়ি বোনার প্রক্রিয়ায় তাঁতিরা মাকু ও চরকা ব্যবহার করছেন। শাড়ির মসৃণতা ও মান যাচাইয়ের জন্য হাতের স্পর্শ ব্যবহার করা হচ্ছে। এ শিল্প টাঙ্গাইলের অর্থনীতি ও ঐতিহ্যের প্রতীক।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত