টাঙ্গাইলে তিন খদ্দেরসহ ৭ নারী আটক

| আপডেট :  ০১ জুলাই ২০২৪, ০৭:১২  | প্রকাশিত :  ০১ জুলাই ২০২৪, ০৭:১২


টাঙ্গাইলে তিন খদ্দেরসহ ৭ নারী আটক

সারাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় বিরতি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অনৈতিক কার্যক্রম করায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন খদ্দেরসহ সাত নারীকে আটক করেছে পুলিশ।

৩০ জুন, রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিভিন্ন রুম থেকে তাদেরকে আটক করা হয়।

১ জুলাই, সোমবার সকালে এ ঘটনায় মানবপাচার আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই সাজ্জাদ হোসেন জানান, রবিবার গভীর রাতে গোপনে অসামাজিক কার্যকলাপের সংবাদ পেয়ে এলেঙ্গাস্থ বিরতি রিসোর্টে অভিযান চালিয়ে তাদের ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

এ সময় বিরতি রিসোর্টের আরও ৩-৪জন দৌড়ে পালিয়ে যায়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাজ্জাদ হোসেন অভিযান পরিচালনা করে তিন খদ্দেরসহ সাত নারীকে আটক করা হয়।

পরে পুলিশ বাদি হয়ে ১৩ জনের নামে মানবপাচার আইনের ১২/১৩ ধারায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

বিবার্তা/ইমরুল/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত