টানা চতুর্থ হারে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ

| আপডেট :  ০৬ মে ২০২৪, ০৮:৪৩  | প্রকাশিত :  ০৬ মে ২০২৪, ০৮:৪৩


টানা চতুর্থ হারে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ

খেলা

স্পোর্টস ডেস্ক


ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে হেরে আগেই সিরিজ হাত ছাড়া করেছে টাইগ্রেসরা। চতুর্থ ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। এতে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে রয়েছে জ্যোতি-মারুফারা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে আজ মাঠে নেমেছিল দুদল। টস জিতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এদিন দুই দফায় বৃষ্টির কারণে খেলা গড়ায় ১৪ ওভারে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রানের সংগ্রহ পায় ভারত। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৮ রানে থামে বাংলাদেশ। তাতে ৫৬ রানে জয়ে সিরিজের ৪-০ লিড নেয় হারমানপ্রীত কৌরের দল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৫ বলে ১ রান করে আউট হন ওপেনার মুর্শিদা খাতুন। ২৫ বলে ২১ রান করে দিলারা আক্তারও আউট হয়ে যান। ১৭ বলে ১৩ রান করে রান আউটে কাটা পড়েন রাবেয়া খাতুন।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২ বলে ১ রান করে সাজঘরে ফেরেন তিনি। এতে মাত্র ৩৯ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

উইকেট মিছিলে যোগ দেন স্বর্ণা আক্তার (৫), রিতু মনি (১) এবং রাবেয়া খান (৮)। শেষ পর্যন্ত শরিফা খাতুন ১১ বলে ১১ রান করে অপরাজিত থাকলেও সাত উইকেট হারিয়ে মাত্র ৬৮ রান তুলতে পারে স্বাগতিকরা। এতে ৫৬ রানের জয় পায় ভারত।

বিবার্তা/এমজে 

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত