ঠাকুরগাঁওয়ে অবৈধ চাল মজুদের দায়ে জরিমানা

| আপডেট :  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭  | প্রকাশিত :  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭


ঠাকুরগাঁওয়ে অবৈধ চাল মজুদের দায়ে জরিমানা

সারাদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি


অবৈধভাবে চাল মজুদের অভিযোগে ঠাকুরগাঁওয়ের দুই মিল মালিককে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে জেলা খাদ্য বিভাগের উদ্যোগে ধান ও চালের দাম বৃদ্ধি রোধকল্পে বেশকয়েকটি আড়ত ও মিলে অবৈধ মজুত বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মাহমুদুল হাছানের উপস্থিতিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানী দেবসহ কর্মকর্তাগণ সদর উপজেলার খোচাবাড়ি এলাকার দুইভাই অটো রাইস মিলে অভিযান চালায়। গুদামে অবৈধভাবে ধান মজুদ রাখায় মিল মালিক মোতাহার হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার কাসেম হাস্কিং মিলে অভিযান চালিয়ে ১২০ মে.টন ধান পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে মজুতকৃত ধান আগামী ১৩ দিনের মধ্যে ন্যায্যমূল্যে নিঃশেষ করার নির্দেশনা দেন প্রশাসন।

এছাড়া ঠাকুরগাঁও সদরের লাইসেন্স বিহীন ধানের পাইকারি ব্যবসায়ী আনোয়ার হোসেনের গুদামে ৪০ মে. টন ধানের অবৈধ মজুত পাওয়ায় তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাতিল করা হয় লাইসেন্স।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও খাদ্য অধিদফতর যৌথভাবে কাজ করছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বিবার্তা/মিলন/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত