ডিমলায় চার শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

| আপডেট :  ১৪ জানুয়ারি ২০২৪, ০৩:৫৯  | প্রকাশিত :  ১৪ জানুয়ারি ২০২৪, ০৩:৫৯


ডিমলায় চার শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সারাদেশ

নীলফামারী প্রতিনিধি


‘আমরা অসহায়দের পাশে আছি-থাকব সবসময়’ এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি ঢাকার উদ্যোগে চার শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে নীলফামারী জেলা পুলিশের সহযোগিতায় ডিমলা উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী পুলিশ সুপার মো. গোলাম সবুর (পিপিএম-সেবা), অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বিআরপিওডব্লিউএ মো. সিরাজুল ইসলাম (পি পি এম বার), অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায়, ওসি (তদন্ত) আব্দুর রহিম, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।

এ সময় পুলিশ সুপার গোলাম সবুর বলেন, মানবিক উপহার হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমাজের আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নানামুখী কাজে পুলিশ সর্বদা নিয়োজিত। সামনের দিনেও পুলিশ বাংলাদেশের মানুষের সেবায় কাজ করে যাবে।

বিবার্তা/সুজন/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত