ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৬

| আপডেট :  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩  | প্রকাশিত :  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৬

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


গত ২৪ ঘণ্টায়  সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৬ জন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩১ জনের।

২২ সেপ্টেম্বর, রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে একদিনে ভর্তি হওয়া সর্বোচ্চ রোগীর সংখ্যা এটি।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩১৬ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, বরিশাল বিভাগে ৬৫ জন, খুলনা বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন এবং রাজশাহী বিভাগে ৪৬ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৪ হাজার ৩৪ জন। যাদের মধ্যে ৬২ দশমিক ৬০ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ১৩১ জনের মধ্যে ৫৪ দশমিক ২০ শতাংশ নারী এবং ৪৫ দশমিক ৮০ শতাংশ পুরুষ।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত