ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০

| আপডেট :  ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:৩৪  | প্রকাশিত :  ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:৩৪


ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০

স্বাস্থ্য

বিবার্তা প্রতিবেদক


এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৮ জনে দাঁড়ালো। অপরদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৩৩ জনে।

১৬ জানুয়ারি, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৯৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯২ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

২০২৪ সালের প্রথম ১৬ দিনে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৭৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৭৫ জন এবং ঢাকার বাইরে ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি বছরে মোট ৫২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে ১৭৭ জন রাজধানীতে এবং বাকিরা দেশের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল।

২০২৩ সালে সারাদেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার আটজন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। এ যাবৎকালে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন মানুষ মশাবাহিত রোগটিতে মারা গেছেন।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত