ঢাকাসহ ৪ জেলায় কারফিউ চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

| আপডেট :  ২৩ জুলাই ২০২৪, ০৯:১৬  | প্রকাশিত :  ২৩ জুলাই ২০২৪, ০৯:১৬


ঢাকাসহ ৪ জেলায় কারফিউ চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকাসহ ৪ জেলায় কারফিউ চলবে, বাকি জেলাগুলোর সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

২৩ জুলাই, মঙ্গলবার বিকেলে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ ছাড়া বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারা দেশে সহিংসতা শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে রবিবার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত