ঢাকা-৪: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত সংসদ সদস্য

| আপডেট :  ০৯ জানুয়ারি ২০২৪, ০৪:২৯  | প্রকাশিত :  ০৯ জানুয়ারি ২০২৪, ০৪:২৯


ঢাকা-৪: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত সংসদ সদস্য

সারাদেশ

বিবার্তা প্রতিবেদক


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ঢাকা-৪ এর নবনির্বাচিত সংসদ সদস্য মো. আওলাদ হোসেন।

৯ জানুয়ারি, মঙ্গলবার ধানমন্ডি-৩২ এ অবস্থিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি।

আওলাদ হোসেন বলেন, আজ এই আনন্দের দিনে আমরা ঢাকা-৪ আসনের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানমন্ডি-৩২ নম্বর বাসভবনে বঙ্গবন্ধু জাতীয় জাদুঘর প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করলাম। আমরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ আমাকে সম্মান দান করেছেন এবং ঢাকা-৪ এর বাসিন্দাদের সেবা করার সুযোগ দিয়েছেন।

তিনি বলেন, আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যিনি ব্যতিক্রমধর্মী অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণকে তাদের পছন্দের প্রার্থীকে, তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য সুযোগ করে দিয়েছেন । আমি কৃতজ্ঞতা জানাই ঢাকা-৪ সকল ভোটারদেরকে, দলমত নির্বিশেষে সকল জনগণকে যারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন।   

এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করেন।

সকলের কাছে দোয়া চেয়ে আওলাদ হোসেন বলেন, যে সম্মান যে দায়িত্ব মহান আল্লাহ আমায় দিয়েছেন তা যেন আমি যথাযথ পালন করতে পারি। মানুষের সেবা করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। সেই দোয়া কামনা করছি।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত