ঢাবিতে উত্তেজনা প্রশমনে অবস্থান নিয়েছে পুলিশ

| আপডেট :  ১৬ জুলাই ২০২৪, ০৮:৫৭  | প্রকাশিত :  ১৬ জুলাই ২০২৪, ০৮:৫৭


ঢাবিতে উত্তেজনা প্রশমনে অবস্থান নিয়েছে পুলিশ

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


সড়কের এক পাশে ছাত্রলীগ, অন্য পাশে কোটাবিরোধী আন্দোলনকারীরা। মাঝের দূরত্ব হবে আনুমানিক ৩০০ মিটার। শহীদ মিনার থেকে এগিয়ে জগন্নাথ হলের সামনে অবস্থান নিয়েছে কোটাবিরোধীরা। এদিকে টিএসসিতে অবস্থান ছাত্রলীগের। ক্ষণে ক্ষণে বিরাজ করছে উত্তেজনা।

পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে দুটি সাঁজোয়া যান ও ভ্যান নিয়ে প্রবেশ করেছে পুলিশ।

১৬ জুলাই, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কয়েক’শ পুলিশ দুই পক্ষের মধ্যে এসে দাঁড়িয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার লিটন কুমার সাহা, সঞ্জিত কুমার রায়, খন্দকার নুরুন নবী, ডিসি রমনা আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের অন্তত পাঁচ শতাধিক সদস্য উপস্থিত রয়েছে।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার লিটন কুমার সাহা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিতে তারা ক্যাম্পাসে প্রবেশ করেছেন। দুই পক্ষকে শান্ত করে ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক করতে তারা অবস্থান করছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে মুখোমুখি অবস্থান নিয়েছে কোটাবিরোধীরা ও পুলিশ। রাত ৮টার দিকে এই মুখোমুখি অবস্থান তৈরি হয়৷

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত