তাপপ্রবাহে কাহিল চুয়াডাঙ্গাবাসী

| আপডেট :  ১৫ এপ্রিল ২০২৪, ০৪:১৫  | প্রকাশিত :  ১৫ এপ্রিল ২০২৪, ০৪:১৫


তাপপ্রবাহে কাহিল চুয়াডাঙ্গাবাসী

চুয়াডাঙ্গা প্রতিনিধি


এপ্রিলের শুরু থেকেই মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। টানা এই তাপপ্রবাহে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। যদিও মাঝে দু-দিন তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল।

১৫ এপ্রিল, সোমবার ১২টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫২ শতাংশ।

আর দুপুর ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৩ শতাংশ।

এছাড়া গতকাল রবিবার বেলা ১২টায় জেলার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দুপুর ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এমন তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষ। তীব্র গরম ও রোদের তাপের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময়ও পার করছেন।

একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠান্ডা পরিবেশে স্বস্তি খুঁজছে সব শ্রেণির মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে।

রাশিদুল ইসলাম নামের এক পথচারী বলেন, এত তাপ সহ্য করা কঠিন। এতো রোদে ঘরের বাইরে বের হতে ইচ্ছা করছে না। আল্লাহ কয়েক ফোটা বৃষ্টি দিলে তীব্র গরম কমে যেতো।

ব্যাটারিচালিত ভ্যান চালান আব্দুল জলিল বলেন, তীব্র তাপের কারণে মানুষজন বাইরে আসছে না। তাই ভাড়াও হচ্ছে না, দুপুর হয়ে গেছে এখনও তেমন ভাড়া হয়নি।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষকরা বলছেন, এপ্রিলের শুরু থেকেই মৃদু ও মাঝারি তাপপ্রবাহ চলেছে। মাঝে কয়েক দিন আবহাওয়া সহনীয় পর্যায়ে আসলেও আবার মাঝারি তাপপ্রবাহ চলছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

বিবার্তা/আসিম/সউদ 

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত