তারেক রহমানকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ফখরুল

| আপডেট :  ২০ নভেম্বর ২০২২, ০৬:০৯  | প্রকাশিত :  ২০ নভেম্বর ২০২২, ০৬:০৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের কোনও সিদ্ধান্ত তারেক রহমানের মতের বিরুদ্ধে নেওয়া হয় না। যৌথ নেতৃত্বের বাইরে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় না । আমি দলের মহাসচিব হিসেবে বলছি, আমরা পুরোপুরি দায়িত্ব পালন করি আমাদের নেতৃত্বের সিদ্ধান্তে।

রবিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা রাষ্ট্রের একটা রিফর্ম করবো, কিছু সংস্কার করবো। সেই সংস্কারটা আমাদের রাজনীতিতে হবে, আমাদের অর্থনীতিতে হবে। আমাদের যে বিচার ব্যবস্থা আছে, তার সংস্কার হবে। আমাদের যে পার্লামেন্ট সিস্টেম আছে, সেখানেও হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে হবে। অর্থাৎ নতুন করে একটা নির্মাণের চিন্তা তিনি (তারেক রহমান) নিয়ে আসছেন।’

তিনি বলেন, ‘আপনারা ধৈর্য্য রাখবেন, সাহস রাখবেন এবং সঠিক পথে যাওয়ার চেষ্টা করবেন। আমরা এরশাদের স্বৈরাচারের সঙ্গে লড়াই করছি না, আমরা আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি। সুতরাং, প্রতিটি মুহূর্ত, প্রতিটি পদক্ষেপ আমাদের খুব হিসাব করে নিতে হবে। সেভাবেই তারেক রহমানের নেতৃত্বে যৌথভাবে, সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছি।’

পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘আমরা মাঠের মানুষ মাঠে লড়াই করছি। কিন্তু বুদ্ধিজীবীরা সিভিল সমাজে তাদের অবস্থান প্রতিষ্ঠা করে— এই মতবাদগুলো ছড়িয়ে দেবেন।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। কারণ, আমাদের হাতে আছে পতাকা, যে পতাকা তারেক রহমানের হাতে। সেটা স্বাধীনতার পতাকা। আর তাদের হাতে গোলামীর জিঞ্জির।’

তারেক রহমানে দীর্ঘায়ু কামনা করে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসেবেন। আমরা যেন তাকে নিয়ে এই দুঃশাসনের অবসান ঘটিয়ে একটা সুশাসন, একটা সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।’

সভায় সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত