তীব্র গরমে প্রাথমিক বিদ্যালয় ৭ দিন বন্ধ ঘোষণা

| আপডেট :  ২০ এপ্রিল ২০২৪, ০২:৪৫  | প্রকাশিত :  ২০ এপ্রিল ২০২৪, ০২:৪৫


তীব্র গরমে প্রাথমিক বিদ্যালয় ৭ দিন বন্ধ ঘোষণা

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


তীব্র তাপপ্রবাহে  শিক্ষার্থীদের  স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে। ২৮ এপ্রিল থেকে প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় ক্লাস শুরু হবে।

২০ এপ্রিল, শনিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, তীব্র গরমের কারণে ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত