তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার জোর প্রস্তুতি

| আপডেট :  ২২ জানুয়ারি ২০২৪, ০১:২১  | প্রকাশিত :  ২২ জানুয়ারি ২০২৪, ০১:২১


তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার জোর প্রস্তুতি

বিবার্তা প্রতিবেদক


মাঘ মাসের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে স্বেচ্ছাশ্রমে টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার কাজ। দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসা মুসল্লিরা স্বেচ্ছায় মাঠ প্রস্তুত করছেন। এবারও ছয় দিনে দুই পর্বে অনুষ্ঠিত হবে ইজতেমা। প্রথম পর্ব আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১১ ফেব্রুয়ারি শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, নীচু জমি ভরাট করে করে চলছে, বিশাল শামিয়ানা টানানোর কাজ। রাস্তাঘাট মেরামত ও পয়ঃনিষ্কাশনের কাজ চলছে দ্রুত গতিতে। টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান এখন এমনই কর্মচঞ্চল।

ময়দানে খুঁটি পোঁতা, রাস্তাঘাট মেরামত ও মাঠ সমান করার কাজে স্বেচ্ছায় অংশ নিচ্ছেন গাজীপুর, ঢাকা ও আশপাশের এলাকা থেকে আসা তাবলীগ জামায়াতের কর্মীরা।

বিশ্বের নানা জায়গা থেকে আসা মুসল্লিরা ইজতেমায় এসে যেনো কোন ভোগান্তিতে না পড়েন, সে জন্য টিনসেড, প্রয়োজনীয় পানি ও বিদ্যুৎ সরবরাহের কাজ করা হচ্ছে দ্রুত গতিতে।

মুসল্লিদের নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তৎপর স্থানীয় প্রশাসনও। ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তা ও ময়দানে নাশকতা ঠেকাতে কঠোর ব্যবস্থা থাকবে জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান।

তিনি বলেন, ইজতেমায় আমাদের একাধিক টহল টিম থাকবে। আমাদের সিসি ক্যামেরাগুলো ২৪ ঘণ্টা মনিটরিং করা হবে।

আর জেলা প্রশাসক আবুল ফাতে মো. শফিকুল ইসলাম জানান, ইজতেমায় আসা মুসল্লিদের যেন কোনো সমস্যায় না হয় সেভাবেই প্রস্তুতি নেয়া হয়েছে।

বিশ্ব ইজতেমা সফল ও সুশৃঙ্খল রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম। এছাড়া জেলা প্রশাসক কার্যালয় ও সিটি করপোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

আগামী ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমায় অংশ নেবেন মাওলানা জোবায়েরপন্থি তাবলীগ জামায়াতের সদস্যরা। আর দ্বিতীয় পর্বে থাকবেন ভারতের মাওলানা সাদপন্থি তাবলীগ জামায়াত সদস্যরা।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত