দরিদ্র পরিবারের একমাসের বিদ্যুৎ বিল লক্ষাধিক টাকা

| আপডেট :  ০৪ আগস্ট ২০২৪, ০৫:৩৭  | প্রকাশিত :  ০৪ আগস্ট ২০২৪, ০৫:৩৭


দরিদ্র পরিবারের একমাসের বিদ্যুৎ বিল লক্ষাধিক টাকা

সারাদেশ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি


পিরোজপুরের ইন্দুরকানীতে হত দরিদ্র পরিবারে একমাসে বিদ্যুৎ বিল ১ লক্ষ ২২ হাজার করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার ৪নং সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর এলাকায়।

জানা যায়, উত্তর ভবানীপুর গ্রামের মৃত সেকান্দার আলী মৃধার স্ত্রী আম্বিয়া ও তার এক ছেলে বাড়িতে বসবাস করে। তারে ঘরে দুটি বৈদ্যুতিক পাখা ও চারটি বাল্ব জ্বলে। এছাড়া অন্য কাজে বিদ্যুৎ ব্যবহারের করে না। গত জুলাই মাসের বিদ্যুৎ বিলের রিডিং লেখার সময় লাইনম্যান আম্বিয়াকে জানান যে আপনার বিল এ মাসে ১ লক্ষ ২২ হাজার টাকা হয়েছে। এ কথা শুনে আম্বিয়া তাৎক্ষণিক কান্নাকাটি শুরু করেন। পরে লাইনম্যানে তাকে সান্তনা দিয়ে অফিসে যোগাযোগ করতে বলেন। ঘটনাটি জানাজানি হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে যায়।

আম্বিয়া জানান, আমার জুন মাসে বিদ্যুৎবিল হয়েছে ২১০ টাকা। এ মাসে এতো টাকা বিদ্যুৎ বিল কীভাবে হলো? আমি কীভাবে এ টাকা পরিশোধ করবো? আমার ছেলে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়।

পল্লী বিদ্যুৎ এর বালিপাড়া অফিস ইনচার্জ মো. ইসলাম হাওলাদার জানান, ইলেক্ট্রনিক্স মিটারে বিষয় ত্রুটিবিচ্যুতি হতে পারে। আমরা অফিশিয়ালি বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

বিবার্তা/রেজা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত