দাবি নিয়ে গণভবন অভিমুখে সোহেল তাজ

| আপডেট :  ১০ এপ্রিল ২০২২, ০৮:০৩  | প্রকাশিত :  ১০ এপ্রিল ২০২২, ০৮:০৩

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ১০ এপ্রিলকে “প্রজাতন্ত্র দিবস” ঘোষণাসহ তিন দফা দাবিতে গণভবন অভিমুখে যাত্রা করেছেন। আজ রবিবার (১০ এপ্রিল) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৪টার পর সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে (মানিক মিয়া এভিনিউ) অবস্থান নেন সোহেল তাজ। এসময় ব্যানার-ফেস্টুনসহ তার সঙ্গে যোগ দেন বিভিন্ন বয়সী কয়েকশ মানুষ। বিকেল সাড়ে চারটার দিকে মিছিল নিয়ে গণভবন অভিমুখে যাত্রা শুরু করেন সোহেল তাজ।

গত ৭ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিন দফা দাবিসহ এ কর্মসূচি ঘোষণা করেন সোহেল তাজ। দাবিসমূহের মধ্যে রয়েছে-

১। যেহেতু ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, সেহেতু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম লাভ করে এই দিনে। তাই এই দিনটিকে “প্রজাতন্ত্র দিবস” ঘোষণা করতে হবে।

২। ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।

৩। জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে এবং সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

ওই ফেসবুক পোস্টে সোহেল তাজ বলেন, এটা একান্তই আমার নিজের উদ্যোগ। আপনারা কেউ যোগ দিতে চাইলে আসতে পারেন। আর না এলে আমি একাই যাবো- জয় বাংলা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত