দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

| আপডেট :  ০১ জুলাই ২০২৪, ০৫:০২  | প্রকাশিত :  ০১ জুলাই ২০২৪, ০৫:০২


দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

সারাদেশ

হিলি প্রতিনিধি


“বৈষম্য নিপাত যাক-পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক” এ স্লোগানকে সামনে রেখে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরি-বিধি বাস্তবায়নের দাবিতে ফুলবাড়ি- জয়নগর কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর কর্মকর্তা-কর্মচারীরা।

১ জুলাই, সোমবার সকালে দিনাজপুর জেলার ফুলবাড়ি-বিরামপুর জয়নগর পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর কার্যালয়ের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন।

মানববন্ধন কর্মসূচিতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২ এর হিসাব রক্ষক রাজু অহম্মেদসহ আরো অনেকে বলেন, দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে। কথায় কথায় চাকরি থেকে ছাটাই করা হয়। কোনো বোনাস দেয়া হয় না। এমনকি কর্মঘন্টারও নিশ্চয়তা নেই।

নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা, পলিসি প্রণয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে গ্রাহকরা সুফল হতে বঞ্চিত হচ্ছে। যে কারণে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরি-বিধি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাবেন।

বিবার্তা/রববানী/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত