দুই ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

| আপডেট :  ২৯ মার্চ ২০২৪, ০৬:৫৩  | প্রকাশিত :  ২৯ মার্চ ২০২৪, ০৬:৫৩


দুই ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

সারাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল এলাকার একটি জুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

২৯ মার্চ, শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে বোস্তামী লিংক রোডে ৫ তলা ভবনের দ্বিতীয় তলার ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পৌনে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীকালে আরও ৫টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।

জুতার সোল তৈরির কারখানাটি রং দা নামে একটি কোরিয়ান প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস জানায়, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।

বায়েজিদ ফায়ার স্টেশন কন্ট্রোল রুমের ফায়ারকর্মী শিবলি সাদিক জানান, কোরিয়ান মালিকানাধীন ‘রং দা ইন্টারন্যাশনাল’ নামের ওই কারখানার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানতে চাইলে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বণিক বার্তাকে বলেন, ছুটির দিন হওয়ায় কারখানায় কোনো কর্মী ছিলেন না। এতে হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে তিনি জানিয়েছেন।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত