দুই ছাত্রলীগ নেতাকে মারধর, ধর্মঘটের ডাক দেয়ার পরপরই যুবলীগ নেতা আটক

| আপডেট :  ০১ জুন ২০২২, ০৪:৪৭  | প্রকাশিত :  ০১ জুন ২০২২, ০৪:৪৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ হানিফকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়ার পরপরই গ্রেপ্তার হন স্থানীয় যুবলীগ নেতা হানিফ।

এর আগে, ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

অবরোধের পর থেকে ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে। বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট থেকে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ে আসার সময় হামলার শিকার হোন ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও মো. রাশেদ হোসাইন।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় যুবলীগ নেতা হানিফের অনুসারীরা এ হামলা চালিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত