দুনিয়ার প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়েছেন বোঝার ৩৬ উপায়

| আপডেট :  ২৩ নভেম্বর ২০২১, ০২:৫৮  | প্রকাশিত :  ২৩ নভেম্বর ২০২১, ০২:৫৮

১. সময় নিয়ে আমার কোন পরিকল্পনা নাই এমনকি সালাতের সময় নিয়েই কোন মাথাব্যথা নাই।

২. সারাদিন চলে যায় এমন কি এক এক করে দিন যেতে থাকে কোরআন খুলে বসার সময় হয়না কারণ আমি ‘খুব ব্যস্ত।’

৩. মানুষ আমাকে নিয়ে কী বললো/ভাবলো সেই জিনিসটাকে আমি খুবই অগ্রাধিকার দেই।

৪.আমার সমস্ত ধ্যান-জ্ঞান কিভাবে আরোও বেশী সম্পদ আর টাকা উপার্জন/কামাই করা যায় এ নিয়ে।

৫. আমি হারাম কাজে অভ্যস্ত কিন্তু কেউ তা ছাড়ার কথা বললে আমি বিনা প্রয়োজনেই তার সাথে তর্ক জুড়ে দেই এবং বাহানা খুঁজি।

৬. নেক কাজ শুরু করতে বিলম্ব করি আগামীকাল থেকে এই আমলটি শুরু করবো বলে আজকের আমলটি রেখে দেই আগামীকালের জন্য।

৭.বাজারে নতুন কোন গ্যাজেট (আইফোন/স্মার্টফোন/ল্যাপটপ….) আসছে কিনা এইটা কেনার জন্য তটস্থ হয়ে প্লান করতে থাকি।

৮. সেলিব্রেটিদের জীবন যাপন আমাকে মোহিত করে তুলে।

৯. বড়লোকের/ধনীদের জীবনযাপন আমাকে ইমপ্রেস করেই ছাড়ে।

১০. আমি নিজেকে মানুষের আকর্ষনের কেন্দ্রবিন্দু হতে পছন্দ করি, আমি চাই মানুষ আমার প্রতি আকর্ষিত হোক।

১১.দুনিয়াবি কোন না কোন জিনিস নিয়ে আমি প্রতিযোগিতায় লিপ্ত।

১২. ক্ষমতা আর গৌরবের তৃষ্ণা আমার মিটবার নয়, আরও চাই, আরও চাই।

১৩. আমি ডিপ্রেশনে ভুগি কিন্তু জানিনা আমি আসলে কী চাই?
কেন আমার এই ডিপ্রেশন পিছু ছাড়ছে না?

১৪. ছোট ছোট গুনাহসমূহ আমার কাছে কিছুই মনে হয়না, বাছ বিচার ছাড়াই সব কাজই করতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠছি।

১৫. সহসাই হারাম কাজ ছাড়তে পারছিনা আবার চালিয়েও যাচ্ছি তাই এদিকে তাওবা করতেও দেরী হচ্ছে।

১৬. আল্লাহকে সন্তুষ্ট করতে মানুষকে অসন্তুষ্ট করতে আমি মোটেও রাজি কিংবা প্রস্তুত নই।

১৭. আমার যা কিছু আছে তার খুব বেশী পরিমান কেয়ার করি।

১৮.আমার অদূর ভবিষ্যতে অনেক অনেক দূর যেতে হবে এমন প্লান থাকেই।

১৯. ইলম অন্বেষণ (ইসলামী জ্ঞান) আহরন আমার কাছে গৌণ কাজ মনে হয় আগে ক্যারিয়ার, পরে এসব ছাইপাস।

২০.আমার ফ্রেন্ডসার্কেল আমাকে আল্লাহর কথা স্মরন করিয়ে দেয়না।

২১.আমি মানুষকে সম্মান করি তার দুনিয়াবি স্ট্যাটাস, সফলতা আর সম্পদ দেখে।

২২. একটা পরিপূর্ণ দিন গত হয় কিন্তু আমার মৃত্যুর কথা স্মরন হয়না।

২৩. প্রচুর সময় ব্যয় করছি এমনসব কাজে যা আসলে আমার পরকালীন জীবনে কোন কাজে আসবে না।

২৪. ইবাদাত (আমল/নেককাজ) করা দিনে দিনে আমার জন্য কঠিন হয়ে উঠছে।

২৫. আমি আমার বেপরোয়া লাইফ স্টাইল চেঞ্জ করতে আগ্রহী না যদিও আল্লাহ এইটা পছন্দ করেন না।
.
২৬. কাফিরদের দেশ ভ্রমণ করতে আমি খুব ভালবাসি।
.
২৭.আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুদের লেন-দেনের সাথে জড়িয়ে পড়ছি আর কেউ এসব না করতে বললে তাকে ভবিষ্যতে হালাল ইনকাম পেলে ছেড়ে দিব বলে তা চালিয়ে যাচ্ছি।
.
২৮. জীবনকে পরিপূর্ণরুপে আমি উপভোগ করতে চাই।
.
২৯. আমি আমার দৈহিক সৌন্দর্যকে খুব কেয়ার করি, আমাকে কেমন লাগছে বিষয়টি আমাকে খুব ভাবায়!!
.
৩০. আমি বিশ্বাস করি কেয়ামত এখনো বহু বহু বছর দূর।
.
৩১. আমি দেখি অনেক কিছুই লোকদের সাথে ঘটছে কিন্তু এসব যে আমার সাথেও হতে পারতো এ নিয়ে আমার কোন বিকার নেই।
.
৩২. কাছের কেউ মারা গেলে তাকে দাফন করে আসি কিন্তু এগুলো আমার মাঝে কোন ভাবান্তর ঘটায়না।
.
৩৩. আমি সর্বদা সালাতকে পাশে ঠেলে যে কাজটি করতেছিলাম তাই চালিয়েই যাই।
.
৩৪. আমার কখনোই মনে হয়না যে, আজকেই আমার জীবনের শেষ দিন হতে পারতো।
.
৩৫. আমি আমার আত্মিক প্রশান্তি ‘লাক্সারী লাইফ’ লিডের মাঝেই খুঁজি, মহান আল্লাহর স্মরণের মাঝে না।
.
৩৬. আমি আল্লাহর কাছে যেভাবে দুনিয়া কামনা করি সেভাবে কখনোই জান্নাত কামনা করিনা।

সম্পাদনায়: উজ্জল ফরিদ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত