দুর্গাপুরে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

| আপডেট :  ০৮ এপ্রিল ২০২৪, ০৭:৩৫  | প্রকাশিত :  ০৮ এপ্রিল ২০২৪, ০৭:৩৫


দুর্গাপুরে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

নেত্রকোণা প্রতিনিধি


নেত্রকোণার দুর্গাপুরে মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শেখ ফরিদ (১৮) নামের এক যুবক।

৮ এপ্রিল, সোমবার সকালে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়ার সুসং আশ্রয়ন প্রকল্প এলাকার একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবক শেখ ফরিদ ওই এলাকার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেখ ফরিদ নিয়মিত মাদক সেবন করতো। মাদক সেবনের জন্য মায়ের কাছ থেকে টাকা নিতো। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে তার মায়ের কাছে ৪০০ টাকা চান। তার মা টাকা নেই জানালে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর রাতে বাড়ি ফিরেনি। আজ সোমবার সকালে তাদের বাড়ির পাশেই একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় ফরিদকে দেখতে পায় প্রতিবেশী সাইফুল ইসলাম। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান, মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে ফরিদ নামে ওই যুবক। লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত