দুর্গাপুরে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের মানববন্ধন

| আপডেট :  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০  | প্রকাশিত :  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০


দুর্গাপুরে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের মানববন্ধন

সারাদেশ

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি


বৈষম্য দূরীকরণে বিভিন্ন দাবি নিয়ে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করেছে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার।

২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে আলোচনাকালে বক্তারা শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দূর করার দৃপ্ত আহ্বান জানান।

তারা বলেন, বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে হবে।

এসময় বক্তারা শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক মো. আব্দুছ ছালাম, মো. আব্দুর রহমান,শরাফত খান, মো. আব্দুল বারেক, মো. আনোয়ার হোসেন, মো. ফজলুল হক, এম এইচ হাবিব, মো. বদরুল ইসলাম, সেলিম আহাম্মদ, মো. আতাউর রহমান খানসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।

বিবার্তা/পলাশ/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত