‘দেশ অস্থিতিশীল করার মধ্য দিয়ে গণতান্ত্রিক পথ রুদ্ধ করার সুযোগ কাউকে দেয়া যায় না’

| আপডেট :  ১৭ জুলাই ২০২৪, ০৯:৩৭  | প্রকাশিত :  ১৭ জুলাই ২০২৪, ০৯:৩৭


‘দেশ অস্থিতিশীল করার মধ্য দিয়ে গণতান্ত্রিক পথ রুদ্ধ করার সুযোগ কাউকে দেয়া যায় না’

বিবার্তা প্রতিবেদক


জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক মশিউর রহমান বলেছেন, যৌক্তিক যেকোনো বিষয়ে কথা বলার অধিকার নতুন প্রজন্মের আছে। যৌক্তিক বিষয় আলোচনার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার সুযোগ রয়েছে। কিন্তু দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে গণতান্ত্রিক পথ রুদ্ধ করে দেওয়ার সুযোগ কাউকে দেয়া যায় না।

বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টায় শাহবাগ প্রজন্ম চত্বরে কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মুক্তিযোদ্ধা ছাত্র জনতার মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মহাসমাবেশের আয়োজন করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব ‘৭১।

মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার সঙ্গে কোনো আপস নয় জানিয়ে মশিউর রহমান বলেন, আমাদের দুঃখ হয়, বেদনা পাই, ক্ষুব্ধ হই যখন আমার তরুণ শিক্ষার্থী রাজপথে ভুল স্লোগানে নিজেকে সম্পৃক্ত করে। আত্মপরিচয়ে রাজাকার পরিচয়কে সংযুক্ত করে। তার মধ্য দিয়ে যারা এর অভিভাবকত্ব করেন তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে দাড়াচ্ছেন। এই কোমলমতি শিক্ষার্থীদের আত্মপরিচয়ের সঙ্গে রাজাকার শব্দ জুড়ে দিয়ে মুক্তিযোদ্ধাদের অবমাননা করার এই ধৃষ্টতার রাজনৈতিক পরিচয় থেকে সরে দাঁড়ান। অন্যথায় বাংলাদেশকে সংঘাতের দিকে ঠেলে দেবেন, সেটি অনাকাঙ্ক্ষিত। আমরা এই সংঘাতের চরিত্রগুলো জানি। শেখ হাসিনার জনপ্রিয়তার সামনে গণতান্ত্রিক মানুষের চেতনা আর সেই কবিতা আবৃত্তি, নির্মলেন্দু গুণের দাঁড়িয়ে থাকা, আর কৃষক-শ্রমিকের প্রতিবাদের সামনে সেদিন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে আত্মসমর্থন করতে হয়েছিল। যেমন আত্মসমর্পণ করতে হয়েছিল পাকিস্তানি বাহিনীকে।’

তিনি বলেন, আমি বিশ্বাস করি যে কোনো সংকটের সমাধান হবে। আর সেই সমাধানের পথ হচ্ছে আলোচনা, সহিংসতা নয়। সচেতন শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের আদর্শ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল থেকেই স্ব স্ব দাবি বা অধিকার আদায়ে সোচ্চার থাকতে পারে। তবে কোনো মতেই আমরা যেন রাষ্ট্র দর্শনের মৌলিক বিষয় মুক্তিযুদ্ধকে অবমাননা না করি। সে বিষয়ে সকলে সম্মিলিতভাবে তাঁদের মর্যাদা সমুন্নত রাখব।

গৌরব ‘৭১ এর সভাপতি মনিরুল ইসলাম মনি’র সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক এফ এম শাহীনের সঞ্চালনায় মহাসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু,  সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি জামাল উদ্দীন চৌধুরী, একাত্তরের গেরিলা যোদ্ধা জহিরউদ্দিন জালাল (বিচ্ছু জালাল), বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. জাহানারা আরজু, মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো. আল মামুন প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর শাকিল জয় এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, বিবার্তা২৪ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, গৌরব ’৭১ এর সহ সভাপতি হাবিবুর রহমান রোমেল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রূপম প্রমুখ।

বিবার্তা/সোহেল/রোমেল/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত