দৌলতদিয়া ফেরিঘাট: ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছে মানুষ

| আপডেট :  ১৫ এপ্রিল ২০২৪, ১০:৩৫  | প্রকাশিত :  ১৫ এপ্রিল ২০২৪, ১০:৩৫


দৌলতদিয়া ফেরিঘাট: ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছে মানুষ

সারাদেশ

রাজবাড়ী প্রতিনিধি


প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে যাত্রী ও যানবাহনের চাপ নেই দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাটে। ভোগান্তি ছাড়াই যাত্রীরা পদ্মা পার হয়ে ফিরতে পারছেন তাদের কর্মস্থলে।

১৫ এপ্রিল, সোমবার ভোর থেকে ফেরিঘাটে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহনের চাপ বেড়েছে। তবে মোটরসাইকেল ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপ বেশি।

দৌলতদিয়া ঘাট এলাকায় কোনো প্রকার যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরছে মানুষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়লেও কোনো প্রকার ভোগান্তি ছাড়াই মানুষ পার হচ্ছে।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত