ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিজ্ঞান শিক্ষার বিরোধিতা ও উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টিকারী উগ্র আসিফকে গ্রেফতারের দাবি জাসদের

| আপডেট :  ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:০৪  | প্রকাশিত :  ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:০৪


ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিজ্ঞান শিক্ষার বিরোধিতা ও উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টিকারী উগ্র আসিফকে গ্রেফতারের দাবি জাসদের

রাজনীতি

বিবার্তা প্রতিবেদক


জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার সপ্তম শ্রেণির ইতিহাস ও সমাজিক বিজ্ঞান বিষয়ে পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার ও হিজড়া বিষয় নিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিজ্ঞান শিক্ষার বিরোধিতাকারী ও ধর্মের অপব্যবহার করে উসকানি দিয়ে উত্তেজনা এবং অশান্তি সৃষ্টিকারী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক চরম উগ্র, জঙ্গি, ধর্মব্যবসায়ী আসিফ মাহতাব উৎসকে অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান।

২৪ জানুয়ারি, বুধবার এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।  

বিবৃতিতে জাসদ সভাপতি-সম্পাদক বলেন, সুদূর অতীত থেকেই ধর্মের অপব্যাখ্যা, অপব্যাবহারকারীরা বিজ্ঞান শিক্ষার বিরোধিতা করে মুসলমানদের বিজ্ঞান ও যুক্তির পথ থেকে সরিয়ে অন্ধ ও কুপমুণ্ডক বানানোর অপপ্রয়াস চালিয়ে আসছে। তারা তাদের ধর্ম ব্যবসার প্রধান প্রতিবন্ধক প্রধান শত্রু হিসাবে বিজ্ঞান শিক্ষা ও যুক্তিকে প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করে আসছে।

বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলিও তাদের রাজনীতি টিকিয়ে রাখার জন্য বরাবরই বিজ্ঞান ও যুক্তির বিরোধীতার পাশাপাশি সকল ধরনের জ্ঞান-বিজ্ঞান-সভ্যতা-মানবতা-মনুষত্বের বিরোধিতা করে আসছে।

বিবৃতিতে আরো বলা হয়, এরা ধর্মের নামেই বাংলা ভাষা, সংস্কৃতি, বাঙালির আত্ম-পরিচয়, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুক্ত হয়ে ১৯৭১ সালে বাঙালি জাতির উপর ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধ-মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেছিল। তারা এই উগ্রবাদী, জঙ্গিবাদী, ধর্মান্ধ রাজনৈতিক ধারার বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত