নওগাঁয় অবৈধ চাল মজুত করায় লাখ টাকা জরিমানা

| আপডেট :  ১৬ জানুয়ারি ২০২৪, ১০:১০  | প্রকাশিত :  ১৬ জানুয়ারি ২০২৪, ১০:১০


নওগাঁয় অবৈধ চাল মজুত করায় লাখ টাকা জরিমানা

সারাদেশ

নওগাঁ প্রতিনিধি


নওগাঁ মহাদেবপুর উপজেলার স্বরসতিপুর এলাকায় অবৈধভাবে চাল মজুত করায় মোবাইল কোর্টের মাধ্যমে এসিআই অটো রাইস মিলকে এক লাখ টাকা জরিমানা করেছে মহাদেবপুরের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান সোহাগ।

১৬ জানুয়ারি, মঙ্গলবার বিকালে কৃষি বিপণন আইন ২০০৮ এর ১৯ (১) এর ঠ ও ড ধারা মোতাবেক এসিআই অটো রাইস মিলকে এ জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

মিলে বিনির্দেশকৃত ক্যাপাসিটির চেয়ে বেশি আতপ চালের অবৈধ মজুত থাকায় এ জরিমানা করা হয়। অবৈধ মজুতকৃত চাল তিন কার্য দিবসের মধ্য বিক্রির আদেশও দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান, জেলা বাজার কর্মকর্তা, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. গোলাম মওলা গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, এসিআই অটো ফুড লিমিটেড এর চাল মিলে অভিযান পরিচালনা করে অনুমোদিত ধারণ ক্ষমতার অতিরিক্ত আতপ চাল মজুদের সত্যতা পাওয়া যায়। এ কারণে মিলে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আগামী তিন দিনের মধ্যে মজুদকৃত চাল বাজারে সরবরাহ করার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও চালের বস্তার গায়ে বিক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত বেশি মূল্য লেখায় সকল বস্তা থেকে প্রাইস ট্যাগ খুলে বিক্রিত মূল্যের নতুন প্রাইস ট্যাগ লাগাতে বলা হয়েছে।

বিবার্তা/শামীনূর/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত