নওগাঁয় ধানক্ষেতে দেখা মিললো রাসেলস ভাইপার

| আপডেট :  ২৯ জুন ২০২৪, ০৯:৪৭  | প্রকাশিত :  ২৯ জুন ২০২৪, ০৯:৪৭


নওগাঁয় ধানক্ষেতে দেখা মিললো রাসেলস ভাইপার

সারাদেশ

নওগাঁ প্রতিনিধি


নওগাঁর সাপাহার আইহাই সীমান্তের একটি ধানক্ষেতে দেখা মিললো রাসেলস ভাইপার সাপ।

২৯ জুন, শনিবার দুপুর ২টার দিকে উপজেলার আইহাই ইউনিয়নের বাসিন্দাপাড়া এলাকার কৃষক আশরাফুল জবই বিলের তীরবর্তী গ্রাম আইহাই (ভারত সীমান্তবর্তী) ঘাস কাটতে গেলে দেখতে পান বিষধর রাসেলস ভাইপার সাপ। আইহাই গ্রামটি ভারত সীমান্ত ঘেঁষা।

সাপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আইহাই ইউপি চেয়ারম্যান মো. জিয়াউজ্জামান টিটু।

জিয়াউজ্জামান টিটু বলেন, ‘শনিবার দুপুর দুইটার দিকে আইহাই ইউনিয়নের বাসিন্দাপাড়া এলাকার মতিবুলের ছেলে আশরাফুল সীমান্তের দিকে তিনি মাঠে ঘাস কাটতে যান। এ সময় ধানক্ষেতে সাপটি তিনি দেখতে পান। সেসময় তিনি আতঙ্কগ্রস্থ হলে লাঠির আঘাত করেন। পরবর্তীতে আশরাফুল সাপটি বস্তা বন্ধী করে নিজ বাড়িতে নিয়ে আসেন। এই ঘটনার পরে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

এ প্রসঙ্গে কথা হয় স্থানীয় জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজের সাথে। তিনি বলেন, ‘আজ সন্ধ্যার কিছু আগে জানতে পারি সাপাহার জবই বিলের তীরবর্তী গ্রাম আইহাই (ভারত সীমান্তবর্তী) তে একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করে বস্তাবন্দি করে রাখা হয়েছে। সাপটি উদ্ধারে রওনা হওয়ার পূর্বেই গ্রামবাসী পিটিয়ে সাপটিকে মেরে ফেলে। গত ২০১৮ সালে জবই বিল তীরবর্তী মুংরইল গ্রাম থেকে এক কৃষক রাসেলস ভাইপার সাপকে অজগরের বাচ্চা ভেবে কলসে রাখে, পরবর্তীতে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা দ্বারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগে জনসচেতনা বৃদ্ধিতে হস্তান্তর করা হয়।’

তিনি আরও বলেন, ‘সাপাহার উপজেলার জবই বিল ও পূর্ণভবা নদী পদ্মা নদীর সাথে সংযোগ স্থাপনকারী বিধায় নদী ও বিল তীরবর্তী অঞ্চলে এ সাপের বিস্তার অনেক আগে থেকে লক্ষ করা গেছে।  সাপটিকে স্থানীয় ভাষায় (বোরা) যা চন্দ্র বোরা। সাপটির আচরণ নিরীহ। তাকে অযাচিত ডিস্টাব করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।’

বিবার্তা/শামীনূর/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত