নওগাঁ জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

| আপডেট :  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৭  | প্রকাশিত :  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৭


নওগাঁ জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

সারাদেশ

নওগাঁ প্রতিনিধি


বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

১৯ ফেব্রুয়ারি, সোমবার বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার মোঃ তাইফুর রহমান।

আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মনোয়ার হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ।

অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক ফয়সাল হাসান, জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নওগাঁ’র সহকারী পরিচালক চিন্ময় প্রামানিক, সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এস এম আসিফ, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা সবুজ হোসেন উপস্থিত ছিলেন।  

এসময় জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থী শিল্পী কলাকুশলীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

বিবার্তা/শামীনূর/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত