নড়াইলে একজন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড

| আপডেট :  ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৩৮  | প্রকাশিত :  ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৩৮


নড়াইলে একজন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড

সারাদেশ

নড়াইল প্রতিনিধি


নড়াইলে মাদক মামলায় খন্দকার ইনামুল ইসলাম ছোটন (৪০) নামে এক মাদক ব্যবসায়ী কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত খন্দকার ইনামুল ইসলাম ছোটন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মোড়ালীকাটি গ্রামের খন্দকার মুনসুর শেখের ছেলে।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। এ মামলার অপর আসামি একই উপজেলার ঝিকরা গ্রামের জাকারিয়া বুলুকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

৩০ এপ্রিল, মঙ্গলবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মুহাম্মাদ সাইফুল আলম এ দন্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২১ আগষ্ট সকাল ১১টার দিকে নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার সীতারামপুর ব্রীজের পশ্চিম পার্শ্বে থেকে যশোর হতে নড়াইলগামী সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশী কালে গাড়িতে থাকা ৯ কেজি তরল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইনামুল ইসলাম ছোটন ও জাকারিয়া বুলুকে আসামি করে নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়।

পরবর্তীতে ইনামুল ইসলাম ছোটনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৮ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্বে আনীত অভিযোগ সন্দোহীত ভাবে প্রমাণীত হওয়ায় বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন।

এ ব্যাপারে নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবার্তা/শরিফুল/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত