নড়াইলে হত্যা মামলায় হাজিরা দিতে এসে গাঁজাসহ যুবক আটক

| আপডেট :  ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৬  | প্রকাশিত :  ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৬


নড়াইলে হত্যা মামলায় হাজিরা দিতে এসে গাঁজাসহ যুবক আটক

সারাদেশ

নড়াইল প্রতিনিধি


নড়াইলে জেলা জজ কোর্টে একটি হত্যা মামলায় হাজিরা দিতে আসা ইব্রাহিম সরদার (২১) নামে এক যুবককে গাঁজাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আটক ইব্রাহিম সরদার লোহাগড়া উপজেলার রামকান্তপুর গ্রামের ইস্রাফিল সরদারের ছেলে।

২৮ এপ্রিল, রবিবার দুপুরে ইব্রাহিম সরদার একটি হত্যা মামলায় হাজিরা দিতে নড়াইল আদালতে যাওয়ার সময় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল তার শরীর তল্লাশি করে পকেট থেকে দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইব্রাহিম কে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক শাহরিয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জজ কোর্ট চত্বর থেকে গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দিযে কারাগারে পাঠানো হয়েছে।

বিবার্তা/শরিফুল/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত