নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

| আপডেট :  ১০ জানুয়ারি ২০২৪, ০৮:৪২  | প্রকাশিত :  ১০ জানুয়ারি ২০২৪, ০৮:৪২


নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ-বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ইতোমধ্যে ২৯৭ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। এখন নতুন মন্ত্রিসভা গঠনের পালা।

নতুন মন্ত্রিসভার সদস্যরা আগামীকাল (বৃহস্পতিবার) শপথ নেবেন। এরই মধ্যে শপথ নিতে ফোন পেয়েছেন বর্তমান মন্ত্রিসভার সদস্য আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান, তাজুল ইসলাম, হাছান মাহমুদ, দীপু মনি, খালিদ মাহমুদ চৌধুরী, নসরুল হামিদ, ফরহাদ হোসেন ও মহিবুল হাসান চৌধুরী।

মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে আরও ফোন পেয়েছেন ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাজ্জাদুল হাসান, মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, কুজেন্দ্র লাল ত্রিপুরা। বুধবার সন্ধ্যায় তাঁরা বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন মন্ত্রিসভায় তাঁদের কী পদ দেওয়া হবে, তা জানা যাবে দপ্তর বণ্টনের পর।

উল্লেখ্য, ১০ জানুয়ারি, বুধবার সকালে শপথ নিয়েছেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। শপথ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। বুধবার সন্ধ্যার পর বঙ্গভবনে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত দেন। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি।

এর আগে, গত ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে ২২২টি আসনে জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ। আর স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল ৩টি আসনে বিজয়ী হয়।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত