নতুন সপ্তাহে ব্যাংক থেকে টাকা তোলার নতুন নির্দেশনা

| আপডেট :  ১৭ আগস্ট ২০২৪, ১০:০৮  | প্রকাশিত :  ১৭ আগস্ট ২০২৪, ১০:০৮


নতুন সপ্তাহে ব্যাংক থেকে টাকা তোলার নতুন নির্দেশনা

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার পর পর দুইবার ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেধে দেয় বাংলাদেশ ব্যাংক।

এরই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী রবিবার (১৮ আগস্ট) থেকে যেকোনো ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ ৩ লাখ টাকা পর্যন্ত তোলার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এর আগে গেল সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ২ লাখ টাকা। আর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাংকিং লেনদেনে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের অংশ হিসেবে চেকের মাধ্যমে ১ লাখ টাকার বেশি তুলতে না দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।

উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত