নাইজেরিয়ায় ট্রাক চাপায় ১৪ মুসল্লি নিহত

| আপডেট :  ৩০ জুন ২০২৪, ০২:১২  | প্রকাশিত :  ৩০ জুন ২০২৪, ০২:১২


নাইজেরিয়ায় ট্রাক চাপায় ১৪ মুসল্লি নিহত

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


নাইজেরিয়ায় উত্তরাঞ্চলীয় কানো শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ইমাওয়া গ্রামে জুমার নামাজের পর ট্রাকচাপায় ১৪ মুসল্লি নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় এএফপি।

দেশটির সড়ক নিরাপত্তা সংস্থার বিবৃতির বরাত দিয়ে এএফপি জানায়, শুক্রবার মুসল্লিরা জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন। এসময় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ১৪ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে।

এএফপি আরও জানায়, দুর্বল সড়ক ব্যবস্থাপনার কারণে নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা খুব স্বাভাবিক একটি বিষয়। গতি ও ট্রাফিক নিয়ম না মানার কারণে এ দুর্ঘটনা ঘটে।

কমিশনের হিসাবে, ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর আগের বছর এ সংখ্যা ছিল সাড়ে ছয় হাজার।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছরের একটি প্রতিবেদনে অনুমান করেছে, নাইজেরিয়ায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৪০ হাজারের মতো মানুষ মারা গেছে। তবে অধিকাংশ দুর্ঘটনার খবরই কর্তৃপক্ষকে জানানো হয়নি।

সূত্র: এএফপি

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত