নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের ৬ জন

| আপডেট :  ২৫ জানুয়ারি ২০২৪, ০১:২২  | প্রকাশিত :  ২৫ জানুয়ারি ২০২৪, ০১:২২


নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের ৬ জন

সারাদেশ

বিবার্তা প্রতিবেদক


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে জেলার সিদ্ধিরগঞ্জের বার্মাশীল বাঘপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদের মধ্যে শরীরের ৪৫ ভাগ দগ্ধ রহিমাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

দগ্ধ অন্যরা হলেন- সুখী আক্তার (৩২), তার মেয়ে সাদিয়া (১০), বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১) ও রহিমার মেয়ে ঋতু (১৩)।

ওই পরিবারের রনি হাওলাদার জানান, বাঘপাড়া এলাকার বাসায় নবজাতক দেখতে গেয়েছিলেন। রাতে সেই বাসায় হঠাৎ আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে তা স্পষ্টভাবে কেউ বলতে পারেনি। তবে গ্যাস কিংবা মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, রাত ১২টার দিকে দগ্ধ ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রহিমা নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। সুখী আক্তারের শরীরের ১৭ ভাগ ও জান্নাতি আক্তারের শরীরের ১৫ ভাগ দগ্ধ হয়েছে বলে জানান তিনি।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত