নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

| আপডেট :  ০৬ মে ২০২৪, ১২:১৩  | প্রকাশিত :  ০৬ মে ২০২৪, ১২:১৩


নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিবার্তা প্রতিবেদক


নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে এ ফল দেখা যাবে। রোববার (৫ মে) রাতে এ ফল প্রকাশ করা হয়।

কাউন্সিলের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব মো. নাসির উদ্দিন (উপসচিব) স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিগত গত ৪ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যার ফল রবিবার রাতে প্র কাশ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (কোড অনুযায়ী) ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো। অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম ও কোটার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা হিসেবে বিবেচনা করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত ফলাফল বিএনএমসি.টেলিটক.কম.বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে। আর ভর্তির তারিখ ও বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে ডব্লিউডব্লিউডব্লিউ.বিএনএমসি.টেলিটক.কম.বিডি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত