নাশকতাকারীদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান

| আপডেট :  ২৪ জুলাই ২০২৪, ০২:০৭  | প্রকাশিত :  ২৪ জুলাই ২০২৪, ০২:০৭


নাশকতাকারীদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে হওয়া আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য-প্রমাণ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর।

বুধবার (২৪ জুলাই) পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য প্রদানের জন্য ০১৩২০০০১২২২, ০১৩২০০০১২২৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। একইসঙ্গে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও নিশ্চয়তা দেওয়া হয়েছে এতে।

পুলিশ সদর দফতর জানায়, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা ও সহিংসতা সৃষ্টি করা হয়। সেইসব নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য এবং অপরাধীর নাশকতার সময়ের ছবি বা ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে অনুরোধ জানানো হলো।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত