নির্ধারিত সময়ে শেষ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ: যুব ও ক্রীড়া মন্ত্রী

| আপডেট :  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৭  | প্রকাশিত :  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৭


নির্ধারিত সময়ে শেষ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ: যুব ও ক্রীড়া মন্ত্রী

স্পোর্টস ডেস্ক


বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চলমান সংস্কার ও আধুনিকায়নের কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।

৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন কাজ পরিদর্শন করতে যান পাপন।

স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকে পাপন বলেন, ‘আমরা আর বিলম্ব করতে চাই না। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে চাই। নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়ামের কাজ শেষ করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে যেখানে মন্ত্রণালয়ের প্রতিনিধি, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি, বাফুফের প্রতিনিধি ও একজন টেকনিক্যাল এক্সপার্ট থাকবে।’

ক্রীড়ামন্ত্রী আরও বলেন, ‘সেই কমিটি নির্ধারিত সময় অন্তর অন্তর আমাদের নিকট অগ্রগতি প্রতিবেদন দাখিল করবে। আমরা লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ছি কী না, সেটি তারাই আমাদের জানাবে। আমি আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজ শেষ হবে।’

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত