নির্বাচনের পর প্রথমবার সচিবদের নিয়ে বসছেন প্রধানমন্ত্রী

| আপডেট :  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২  | প্রকাশিত :  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২


নির্বাচনের পর প্রথমবার সচিবদের নিয়ে বসছেন প্রধানমন্ত্রী

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ের এ সচিব সভা অনুষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দৈনিক কর্মসূচি থেকেও এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে জানা যায়, বর্তমানে সচিব ও জ্যেষ্ঠ সচিব পর্যায়ের কর্মকর্তা আছেন ৮৭ জন। তারা বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগ, কর্তৃপক্ষ, কমিশন ও কর্পোরেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্ব সামলাচ্ছেন।

ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট সচিবদের কাছে সভার নোটিশ পাঠানো হয়েছে বলে জানান একজন কর্মকর্তা।

এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা হয়েছিল ২০২২ সালের ২৭ নভেম্বর।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত