নীলক্ষেতে বইয়ের মার্কেটে ভয়াবহ আগুন

| আপডেট :  ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৬  | প্রকাশিত :  ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৬

নীলক্ষেতের শাহজালাল মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মী ও ব্যবসায়ীরা এক হয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

জানা গেছে, আগুনে ওই মার্কেটের অনেক দোকানের হাজার হাজার বই পুড়ে ছাই হয়ে গেছে। অনেক ব্যবসায়ী আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

রাত ৮টা ২০ মিনিটে সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ করছিল।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ইতোমধ্যে অনেক দোকানের বই পুড়ে গেছে। যেসব দোকানে এখনও আগুন ছড়ায়নি, সেসব দোকানের মালিকরা বই সরানোর জন্য চেষ্টা করছেন।

আগুন থেকে দোকান বাঁচাতে দোকানিদের ছোটাছুটি করতেও দেখা গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত