নীলফামারীর ডিমলায় পাটচাষি প্রশিক্ষণ কর্মশালা

| আপডেট :  ০৩ জুলাই ২০২৪, ০৪:৫০  | প্রকাশিত :  ০৩ জুলাই ২০২৪, ০৪:৫০


নীলফামারীর ডিমলায় পাটচাষি প্রশিক্ষণ কর্মশালা

সারাদেশ

নীলফামারী প্রতিনিধি


বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পে বাংলাদেশ` এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৩ জুলাই, বুধবার উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা।

নীলফামারী পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের সভাপতিত্বে ও ডিমলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা দরিবুল্লাহ সরকারের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক ড. এস.এম আবু বক্কর সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী প্রমুখ।

এছাড়াও এতে সৈয়দপুর পাট পরিদর্শক মহিবুর রহমান লোহানী উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ৭৫ জন‌ পাটচাষি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী পাটচাষিদের প্রত্যেককেই একটি করে উন্নত মানের পাটের তৈরি ব্যাগ ও সম্মানী প্রদান করা হয়।

বিবার্তা/সুজন/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত