পঞ্চগড়ে চলন্ত ট্রলি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

| আপডেট :  ১৮ এপ্রিল ২০২৪, ১০:৩৫  | প্রকাশিত :  ১৮ এপ্রিল ২০২৪, ১০:৩৫


পঞ্চগড়ে চলন্ত ট্রলি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সারাদেশ

পঞ্চগড় প্রতিনিধি


পঞ্চগড়ের বোদা উপজেলায় চলন্ত ট্রলি থেকে পড়ে গিয়ে হাসান আলী (১৫) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে।

১৮ এপ্রিল, বৃহস্পতিবার বিকেলে জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বারুনি এলাকায় এ ঘটনাটি ঘটে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, নিহত হাসান আলী পাশ্ববর্তী বড়শশি ইউনিয়নের বগদুলঝুলা এলাকার মৃত আজহার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পূজা শেষ হলে সনাতন ধর্মাবলম্বীরা ট্রলিতে করে কালিয়াগঞ্জ বাজার থেকে দেবীর মুর্তি বারুনি এলাকায় করতোয়া নদীতে ভাসাতে যাচ্ছিল। এদিকে একটি ট্রলিতে ডেকোরেটরের মালামালসহ সাউন্ড বক্স নিয়ে সাউন্ড বক্সের ওপর বসে যাচ্ছিল হাসানসহ তিনজন শ্রমিক। একসময় তারা বারুনি এলাকায় পৌঁছালে ওপরে থাকা তিনজনের মাথায় গাছের ডাল লাগলে তারা রাস্তায় পড়ে যায়। এতে দু’জন আহত হলেও ঘটনাস্থলে মারা যায় হাসান আলী।

এ বিষয়ে ওসি মোজাম্মেল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত