পঞ্চগড়ে ট্রেনে কাটা পরে এক ব্যক্তি নিহত

| আপডেট :  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৪  | প্রকাশিত :  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৪


পঞ্চগড়ে ট্রেনে কাটা পরে এক ব্যক্তি নিহত

সারাদেশ

পঞ্চগড় প্রতিনিধি


পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে মো.বাচ্চু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে পঞ্চগড়-ঢাকা রেললাইনের সদর উপজেলার মাগুরা প্রধানপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত বাচ্চু সদর উপজেলার মাগুরা প্রধান পাড়ার খাদেমুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বাচ্চু। সে মানসিক ভারসাম্যহীন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস মাগুরা প্রধানপাড়ার বড় ব্রিজ এলাকায় পৌঁছালে সে রেললাইনের মাঝে দাঁড়িয়ে ট্রেনটি আটকানোর চেষ্টা করে। এসময় ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায় জানান, নিহত বাচ্চু  মানসিক ভারসাম্যহীন। পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় জিআরপি পুলিশ তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান তিনি।

বিবার্তা/বিপ্লব/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত