পঞ্চমবারের মত এমপি নির্বাচিত হলেন মোতাহার হোসেন

| আপডেট :  ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:০৯  | প্রকাশিত :  ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:০৯


পঞ্চমবারের মত এমপি নির্বাচিত হলেন মোতাহার হোসেন

সারাদেশ

লালমনিরহাট প্রতিনিধি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ নিয়ে তিনি পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।

৮ জানুয়ারি, রবিবার রাতে ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহার হোসেন এমপি ১৫ হাজার  ৮শত ৭৬ ভোটে স্বতন্ত্র প্রার্থী সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধানকে পরাজিত করেন।

লালমনিরহাট-১ আসনের মোট ১৩২টি ভোট কেন্দ্রের মধ্যে ঘোষিত বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহার হোসেন নৌকা প্রতীকে ৯০হাজার ৩৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান ঈগল প্রতীক ৭৪হাজার ১শত ৫৮ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী হাবিব মো: ফারুক মশাল প্রতীকে ৬শত ৯৩ ভোট, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী আজম আজহার হোসেন মোমবাতি প্রতীকে ৫০০শত ও স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন তাজু ট্রাক প্রতীক নিয়ে ১ শত ৫৭ ভোট পেয়েছেন।

লালমনিরহাট-১ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৭৬হাজার ১শত ২২জন।
 
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিবার্তা/তমাল/এমজে  

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত