পদত্যাগ করলেন এনসিটিবি চেয়ারম্যান ড. ফরহাদুল ইসলাম

| আপডেট :  ২০ আগস্ট ২০২৪, ০৯:৩৮  | প্রকাশিত :  ২০ আগস্ট ২০২৪, ০৯:৩৮


পদত্যাগ করলেন এনসিটিবি চেয়ারম্যান ড. ফরহাদুল ইসলাম

বিবার্তা প্রতিবেদক


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. ফরহাদুল ইসলাম পদত্যাগ করেছেন। দ্বিতীয় মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার মাত্র ২২ দিনের মাথায় পদ থেকে সরে দাঁড়াতে হলো তাকে।

সোমবার (১৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। শিক্ষা সচিব বরাবর জমা দেওয়া এ পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি।

তার পদত্যাগের ফলে এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে বোর্ডের কারিকুলাম সদস্য (শিক্ষাক্রম) রবিউল কবির চৌধুরীকে।

এদিকে এনসিটিবি সূত্র বলছে, অধ্যাপক ফরহাদুল ইসলাম স্বেচ্ছায় পদত্যাগে রাজি ছিলেন না। তবে ঊর্ধ্বতন মহল থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়। সেজন্য সোমবার সকালে তিনি পদত্যাগ করেছেন।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই অধ্যাপক ফরহাদুল ইসলামকে এনসিটিবির চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সদ্য বিগত সরকার।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত