পরীমণিকে সুখবর দিলেন হাইকোর্ট

| আপডেট :  ২৬ আগস্ট ২০২১, ০২:৩৮  | প্রকাশিত :  ২৬ আগস্ট ২০২১, ০২:৩৮

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন নিস্পত্তি করতে ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছেন হাইকোর্টে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ২টার পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এর আগে বুধবার (২৫ আগস্ট) জামিন আবেদনের শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করে বিচারিক আদালতের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। একই সঙ্গে পরীমণির জামিন চাওয়া হয়।

গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমণির জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান। জামিন বিষয়ে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ঠিক করেছে আদালত।

২১ আগস্ট রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এ আদেশ দেন।

১৯ আগস্ট পরীমনির এক দিনের রিমান্ড দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম।

এর আগে ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ওই দিন সন্ধ্যা ৭টায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

এর আগে ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ওই দিন সন্ধ্যা ৭টায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমনির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত