পাকিস্তান টেস্ট, দুই সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল বাংলাদেশ

| আপডেট :  ২২ আগস্ট ২০২৪, ১১:৪৮  | প্রকাশিত :  ২২ আগস্ট ২০২৪, ১১:৪৮


পাকিস্তান টেস্ট, দুই সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল বাংলাদেশ

খেলা

স্পোর্টস ডেস্ক


প্রথম দুই দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেলেও তৃতীয় দিনে এসে মাঠে গড়াল বল। যেখানে দিনটা পুরোপুরি নিজের করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৪৬ রান করেছে তারা সেঞ্চুরি করেছেন সাইফ হাসান ও জাকের আলী।

শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। এমন বিপদের সময় দলের হাল ধরলেন সাইফ হাসান। পেয়েছেন ব্যক্তিগত সেঞ্চুরির দেখা। দুর্দান্ত ব্যাটিং করেছেন জাকের আলিও। তিন অঙ্ক ছুঁয়ে দিনশেষে অপরাজিত এই উইকেটকিপার ব্যাটার। জোড়া সেঞ্চুরিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ‘এ’ দল।

ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। দ্রুত ফিরে যান এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈম শেখ। দুইজনই থেমেছেন এক অঙ্কের ঘরে। দুই ওপেনারই গুলাম মুদাসসারের শিকার।

চাপে পড়া বাংলাদেশকে পথে রাখেন সাইফ। তাকে কিছুক্ষণ সঙ্গে দেন শাহাদাত হোসেন দিপু। তবে ২৩ রানে ফেরেন তিনি। এরপর উইকেটে এসে রানের খাতা খুলতে পারেননি তাওহিদ হৃদয়।

টপ অর্ডার ব্যর্থতার দিনে জাকেরকে নিয়ে ১৩১ রানের জুটি গড়েন সাইফ। তিনে নেমে ১৬৫ বলে ১১১ রানের ইনিংস খেলেন সাইফ। প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টম সেঞ্চুরি এটি তার।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত