পাটুরিয়ায় ফেরিডুবি: চতুর্থ দিনেও চলছে উদ্ধার অভিযান

| আপডেট :  ২০ জানুয়ারি ২০২৪, ১১:৪৪  | প্রকাশিত :  ২০ জানুয়ারি ২০২৪, ১১:৪৪


পাটুরিয়ায় ফেরিডুবি: চতুর্থ দিনেও চলছে উদ্ধার অভিযান

সারাদেশ

মানিকগঞ্জ প্রতিনিধি


চতুর্থ দিনেও চলছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার অভিযান। ফেরিতে থাকা কয়েকটি যানবাহন উদ্ধার করা গেলেও এখনও ফেরিটিকে উদ্ধার সম্ভব হয়নি।

২০ জানুয়ারি, শনিবার সকাল ৮টা থেকে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। এদিকে ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ুন কবিরের (৩৯) সন্ধান মেলেনি এখনও। তাকে উদ্ধারে নৌবাহিনীর ডুবুরি দল কাজ করছে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী, কাভার্ড ভ্যান ও পিকআপসহ ডুবে যায় রজনীগন্ধা ফেরি।

জানা গেছে, ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় আসার সময় ৫ নং ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। ফেরিটিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। দীর্ঘসময় ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ পানির ওপরে ভাসমান ছিল।

পরে, ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে জীবিত উদ্ধার করে। এদিকে ফেরিটিকে উদ্ধার করার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দুটি জাহাজ রুস্তম ও হামজা।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত