পাঠচক্রে নরম্যান ভিনসেন্ট পিলের ‘দ্য পাওয়ার অব পজিটিভ থিঙ্কিং’

| আপডেট :  ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩  | প্রকাশিত :  ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩

পাঠের আসরে আলোচনা হয় অপ্রতুলতার মনোভাব কাটিয়ে ওঠা ও বিশ্বাস অনুশীলন করতে শেখার বেশ কিছু নিয়ম। যেমন নিজের ওপর আস্থা রাখা, নেতিবাচক চিন্তা দূর করতে ইতিবাচক চিন্তা করা, বাধা কম করা, প্রার্থনার শক্তি পুনরাবৃত্তি করা, স্রষ্টা যদি আমার সহায় হন তবে কে আমার বিরুদ্ধে হতে পারে, কাউন্সিলরের সঙ্গে কাজ করা, আত্মসম্মান বিকাশ করা, বিশ্বাস করা স্রষ্টার থেকে শক্তি পাচ্ছি, অন্যকে কপি না করার চেষ্টা ইত্যাদি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত